বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

দলকে সুসংগঠিত করতে কাজ করবো : মাসুম

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৮, ৬ নভেম্বর ২০২৫

দলকে সুসংগঠিত করতে কাজ করবো : মাসুম

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম বলেছেন, রূপগঞ্জে যদি কোন আন্দোলন হয়ে থাকে, যদি কোন নেতার কর্মীদের উপর হামলা বাড়িঘরে ভাংচুর লুটপাট হয়ে থাকে তাহলে সেই নেতা ছিলেন কাজী মনিরুজ্জামান মনির। কোন আন্দোলন সংগ্রাম থাকলেই তার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হত, বাড়িতে হামলা হত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ভাবে ধরে নিয়ে যেত।

বুধবার (৫ নভেম্বর) রূপগঞ্জে কাজী মনিরের বাড়িতে সবার আগে বাংলাদেশ শীর্ষক সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আমাদের নেতা এখানে আছেন। তিনি যেভাবে বলছেন বিগত সময়ের মত তার নির্দেশনা মত আগামী দিনে আমরা কাজ করবো। আপনারা নিরাশ হবেন না। দল যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের নেতা আমাদের বার্তা দিবেন। সেই বার্তা নিয়েই আমরা ঘরে ফিরে যাবো। আগামী দিনে আমাদের দলকে সুসংগঠিত করতে কাজ করবো।