শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার দুই দশক পদার্পণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৪, ৭ নভেম্বর ২০২৫

স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার দুই দশক পদার্পণ 

ফাইল ছবি

দৈনিক যুগান্তর এর পাঠক সংগঠন স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার দুই দশক পদার্পণ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মধ্যে ছিল আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ডেঙ্গু মশা নিধন কর্মসূচি। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশের ওসি দেলোয়ার হোসেন, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী, সিনিয়র আর্টিস্ট মোঃ কাওসার মাহমুদ, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট নাদিরা আক্তার নীরা, দৈনিক যুগান্তর স্টাফ রিপোর্টার(সোনারগাঁ) আল আমিন তুষার, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মশিউর রহমান।

যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমানের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক ইমরান হোসেন, আরশাদ হোসেন অন্য, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, নৃত্যশিল্পী মিলন প্রমূখ।

অনুষ্ঠানে "খেলাঘর" সোনারগাঁ শাখার শিশু-কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনটি শাখায় মোট ৯ জন বিজয়ীকে পুরস্কার স্বরূপ ক্রেস্ট, সার্টিফিকেট ও বিভিন্ন চিত্রাঙ্কন সামগ্রী বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচি হিসেবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মশার ঔষধ স্প্রে করা হয়।