বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াতের মশক নিধন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৮, ৫ নভেম্বর ২০২৫

জামায়াতের মশক নিধন কর্মসূচি

ফাইল ছবি

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর, নারায়ণগঞ্জ উত্তর থানাধীন ৭ নং ওয়ার্ড কাইয়ুমপুর ইউনিটের উদ্যোগে এক মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (০৫ নভেম্বর) বিকালে ফতুল্লা এলাকায় জামায়াতে ইসলামী কাইয়ুমপুর ইউনিটের সভাপতি মো. জসিম উদ্দিন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মিলন বেপারী-এর সঞ্চালনায় এই কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক আকতার হোসেন এবং জামায়াত নেতা মো. ফরহাদ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

কর্মসূচির মাধ্যমে কাইয়ুমপুর ইউনিটের বিভিন্ন এলাকায় মশার লার্ভা ধ্বংসে স্প্রে ছিটানো হয় এবং সাধারণ জনগণকে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন করা হয়।

নেতৃবৃন্দ বলেন, আল্লাহর আইন সৎ লোকের শাসন বাস্তবায়ন হলে দেশে আর কোন দূর্নীতি থাকবেনা,  এসময় আরো বলেন স্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন একটি অত্যন্ত জরুরি কাজ। তারা এলাকার সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং মশার বংশবৃদ্ধি রোধে সচেষ্ট থাকার আহ্বান জানান।