শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪১, ৭ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ: ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ১২

ফাইল ছবি

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির দু'পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় আধিপত্য বিস্তার এবং মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার ও জুট ব্যবসার দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলছিল। রাতের তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের এক পর্যায়ে আব্দুল জলিলের লোকজন বিএনপি নেতা আব্দুর রউফের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

​ওসি আরও জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।