বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ৫ নভেম্বর ২০২৫

হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটি এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী গণসংযোগ পরিচালনা করেছেন।

বুধবার সন্ধ‌্যায় গণসংযোগ শেষে তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। বিগত দিনে যারা এমপি ছিলেন, তারা কথায় পটু ছিলেন কিন্তু কাজে ছিলেন শূন্য। যদি তারা সত্যিই কাজের মানুষ হতেন, তাহলে ফতুল্লা, সদর ও বিসিক এলাকার এই বেহাল দশা দেখা যেত না।”

তিনি আরও বলেন, “ফতুল্লা এলাকার রাস্তাঘাট এখনো আদিম যুগের মতো অবস্থায় পড়ে আছে। আমরা চাই না মানুষ এই কষ্টে থাকুক। এর কারণ হলো—বিগত এমপি ও মন্ত্রীরা জবাবদিহিতায় বিশ্বাসী ছিলেন না। তারা জনগণের মুখোমুখি না হয়ে জুলুম-শোষণ করেছেন। কিন্তু আমরা জবাবদিহিতায় বিশ্বাস করি, আমরা জনগণের সামনে আসি, কথা বলি।”
তিনি বলেন, “আমরা শুধু প্রতিশ্রুতি দিতে চাই না, আমরা কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই। কথার পাশাপাশি কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”