শাহ্ আলম
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ আলম বলেছেন, জলাবদ্ধতা নারায়ণগঞ্জ-৪ আসনের সবচেয়ে বড় সমস্যা। লাখ লাখ মানুষ জলাবদ্ধতার কারণে দুর্বিষহ জীবন যাপন করে। বিভিন্ন সময় নানা প্রজেক্টের নামে এখানে দুর্নীতি করা হয়েছে। প্রোজেক্ট বাস্তবায়ন করা হয়নি। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সবসময় তাদের সহযোগীতা করে আসছি। আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে কীভাবে দ্রুত জলাবদ্ধতা নিরসন করা যায়। এটা অনেক বড় সমস্যা। আমরা একার পক্ষে এটা করা সম্ভব নয়। আমি সরকারের সহযোগীতা নিয়ে জনগণের সহযোগীতা নিয়ে আমি এই জলাবদ্ধতা দূর করার চেষ্টা করবো।
শুক্রবার (৭ নভেম্বর) ফতুল্লায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালীপূর্ব সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা জানেন ২০১৮ সালের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। এর আগে ২০০৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছে। সেবার ঢাকা বিভাগে একমাত্র আমি পাশ করেছিলাম। আমাকে সামান্য ভোটে কারচুপি করে ফেল করানো হয়েছিল৷ ২০১৮ সালে বিএনপি আমাকে ধানের শীষ দিয়েছিল। সেসময় দলের স্বার্থে জোটের কারণে আমি সেসময় সরে দাঁড়িয়েছিলাম। এবার দল আমাকে মনোনয়ন দিবে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমার নেতা তারেক রহমান বলেছেন ক্লিন ইমেজের লোক, যারা সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। নারায়ণগঞ্জ-৪ আসনের সকল জনগণ ও নেতাকর্মীরা জানে আমি কেমন। আমি এমপি হলে এ এলাকাকে আমি মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দুর্নীতিমুক্ত করবো। সবাইকে নিয়ে আমি কাজ করবো।
দল জানে কাকে দিলে কীভাবে দিলে এ আসনটি আসবে। এটা আমাদের দলের স্থায়ী কমিটি ও আমাদের নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিবেন। আমি আশাবাদী আমি এই এলাকার সন্তান। গত সতেরো বছর আমি এ দলের জন্য শ্রম দিয়েছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে।

