ফাইল ছবি
নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছে পিস ফর পিপল ফাউন্ডেশন। সেই সঙ্গে দ্রুততম সময়ে সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো পিস ফর পিপল ফাউন্ডেশনের অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদপেশায় নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার এবং জনগণের জানার অধিকারকে আঘাত করা। এ ধরনের ঘটনা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। পিস ফর পিপল ফাউন্ডেশন মনে করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের আহ্বানও জানিয়েছে পিস ফর পিপল ফাউন্ডেশন।
উল্লেখ্য যে, বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে হামলার শিকার হয়েছেন তিন সংবাদকর্মী। আহতরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ এবং স্থানীয় নিউজ সাইট 'নিউজ নারায়ণগঞ্জ' এর আব্দুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু।

