বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় মোটর সাইকেলের ধাক্কায় স্বর্ণকারের মৃত্যু, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩১, ৬ নভেম্বর ২০২৫

ফতুল্লায় মোটর সাইকেলের ধাক্কায় স্বর্ণকারের মৃত্যু, আহত ২

প্রতীকী ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার চাঁদমারী এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় সালাম নামে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী দুই যুবক।

বুধবার (৫ নভেম্বর) রাত ১১টার সময় এ ঘটনা ঘটে। আহত দুজনের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত দুই যুবক বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে চাষাঢ়ার দিকে যাওয়ার সময় স্বর্ণকার সালামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। তখন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই যুবক আহত হয়। তাৎক্ষনিক আহত দুই জনের নাম পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের দুজনককে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জরুরী বিভাগের চিকিৎসক ঢাকা মেডিকেলে প্রেরন করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, আহত নিহতদের নাম পরিচয় জানতে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।