শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

|

কার্তিক ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৫, ৭ নভেম্বর ২০২৫

রূপগঞ্জে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত

মাদকবিরোধী র‌্যালি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ভুলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাড়াগাঁও এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মাদকবিরোধী সচেতনতামূলক এই র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয় তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ এলাকাবাসী মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজকেও সচেতন ভূমিকা রাখতে হবে।

র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা পাড়াগাঁও বাজার এলাকায় মানববন্ধন করেন এবং মাদকবিরোধী প্রচারণা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।