৩১ দফার লিফলেট বিতরণ
দলীয় মনোনয়ন পেতে ব্যার্থ হলেও নেতাকর্মীদের নিয়ে এখনো বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ধানের শীষে ভোট চেয়ে ও ৩১ দফার লিফলেট নিয়ে নারায়ণগঞ্জ সদর আসনের সর্বত্র চষে বেড়াচ্ছেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত এবং এবারে সাম্ভাব্য প্রার্থী তালিকায় থাকা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
খোরশেদ প্রায় প্রতিদিনই সদর আসনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে বাড়ী বাড়ী,মার্কেটে,মসজিদ-মন্দিরে গিয়ে জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন।নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করে জয়ী করার আহবান জানাচ্ছেন।
এই ধারাবাহিকতায় খোরশেদ আজ ৬ নভেম্বর বৃহস্পতিবার দেশের প্রধান হোসিয়ারী শিল্পের পাইকারি মার্কেট উকিলপাড়ায় হোসিয়ারী ব্যাবসায়ী ও হোসিয়ারী শ্রমিকদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন,আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন ব্যাক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড়।অতএব আমাদের ব্যাক্তি স্বার্থের উর্ধে উঠে দলের জন্য কাজ করতে হবে।বিএনপি জিতলে আমরা সবাই জিতবো।
খোরশেদ আরো বলেন,বিএনপি এবার রাষ্ট্র পরিচালনায় নতুনত্ব আনবে।এতদিনের দু:শাষনকে পদদলিত করে মানবিক রাষ্ট্র গড়ে তুলবে।যেখানে নাগরিকদের ইচ্ছা অনিচ্ছা প্রতিফলিত হবে।সবার সমঅধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। জনগনও খোরশেদের আহবানে ব্যাপক সাড়া দিচ্ছে।

