শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

|

অগ্রাহায়ণ ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় শিল্পপতির বাড়িতে ডাকাতি: স্বামী স্ত্রীকে হাত পা বেধে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৫, ২৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৭, ২৭ নভেম্বর ২০২৪

ফতুল্লায় শিল্পপতির বাড়িতে ডাকাতি: স্বামী স্ত্রীকে হাত পা বেধে মারধর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাত দল জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করেন। এরপর শিল্পপতির ছেলে ও ছেলের বৌয়ের হাত পা বেঁধে এলোপাথারী পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। 

বুধবার (২৭ নভেম্বর) ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় নিজ বাড়িতে এঘটনা ঘটে।

ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোর রাতে দুতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে ৬জন ডাকাত ঘরের ভিতর প্রবেশ করেন। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারা ছুরি ছিল। এছাড়া ঘরের বাইরেও ডাকাত দলের সদস্যরা দাঁড়িয়ে ছিলো। প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিলো। ডাকাতরা প্রথমে ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত পা বেঁধে ফেলেন। তখন তারা চিৎকার দেয়ার চেষ্টা করলে ৬জন ডাকাত এক সাথে আলাউদ্দিন ও তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে। তখন আলাউদ্দিনের স্ত্রী নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পড়নের অলংকার ও আলমারী থেকে আরো স্বর্নালংকারসহ ৪০ ভরি অলংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। 

ডাকাতরা চলে যাওয়ার পর আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আলাউদ্দিন জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চেষ্টা করছি ডাকাতদের সনাক্ত করার।