
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হক সরকারকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ মে) দুপুরে রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে আব্দুলকে আটক করে পুলিশ।
আব্দুল হক আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ লোক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।