রোববার, ০৬ জুলাই ২০২৫

|

আষাঢ় ২১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪১, ৬ জুলাই ২০২৫

আড়াইহাজারে চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা 

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদ সইতে না পেরে মোঃ শাহীন (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (৬ জুলাই) গভীর রাতে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মোঃ শাহিন (২০) ব্রাহ্মন্দী ইউনিয়নের মোঃ নাইমের ছেলে।

জানা যায়, শাহীন নারায়ণগঞ্জে মঞ্জুরুল নামের এক ব্যাক্তির মালিহা ফুড কোম্পানিতে চাকরি করতো। গতকাল মনজুরুলের একটি মোবাইল হারিয়ে গেলে ভিকটিম শাহিন মোবাইলটি চুরি করেছে বলে তারা অভিযোগ করে কিন্তু ভিকটিম শাহিন চুরির দায় অস্বীকার করে। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়। 

শাহীনের পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ১টার সময় ভিকটিম শাহিন তার মামা বাড়ির নিজ ঘরে ঘুমাতে যায়। সকাল শাহীনের মামা তাকে অনেক ডাকাডাকি করার পরও ঘরের দরজার না খোলায় তার মামার সন্ধেহ হলে সে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিকটিম শাহীনকে বাঁশের আড়ার সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।