
ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জে যদি নির্বাচনী আসন বাড়ে আর তাতে যদি রূপগঞ্জের কোন অংশ যুক্ত হয় আমি দুই আসনে নির্বাচন করবো। রূপগঞ্জবাসীকে আমি কোনভাবে অবহেলিত হতে দিবোনা।
সোমবার (২৬ মে) রূপগঞ্জে দলীয় একটি সভায় অংশ নিলে সেখানে নারায়ণগঞ্জে আসন বাড়ছে এবং তাতে রূপগঞ্জের কিছু অংশ থাকলে কি হবে, নেতাকর্মীদের এমন প্রশ্নে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি আশা করবো পাঁচ আগষ্টের আগে আমরা যারা মামলা হামলার শিকার হয়েছি পাঁচ আগষ্টের চেয়ে যেন বেশি রাজনীতি করতে পারি সেই শপথ আমাদের নিতে হবে। যারা হামলা, মামলার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন আমি তাদের সকলকে চিনি। তাদের বাবা মাকেও চিনি তাদের বাড়িও আমি চিনি। আমি দূরের কেউ না, আমি রাজপথের ছেলে। যারা পাঁচ আগষ্টের আগে রাজপথে ছিলেন তারা হতাশ হয়েন না। আমি দিপু ভূঁইয়া বেঁচে থাকলে আপনাদের আশা আমি পূরণ করবো।