
মোঃ ফেরদৌস
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও ডজন সংখ্যক মামলার আসামি মোঃ ফেরদৌসকে মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় র্যাব-১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
মোঃ ফেরদৌস (২৯) মাসদাইর ঘোষেরবাগ এলাকার মোঃ লেবু মিয়ার ছেলে।
এর আগে ৬ জুলাই ফতুল্লার লেচুবাগ বোয়ালীখাল এলাকার বাঁধন কমিউনিটি সেন্টারের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির কাছ থেকে ০২ গ্রাম হেরোইন, ৫০ পিছ ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত মাদক ব্যাবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড়/ছোট বিভিন্ন আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে আসছেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি, মারামারি, ও মাদক সহ প্রায় ১৩ টি মামলা রয়েছে এবং (ফতুল্লা থানার ২৪(১১) ২১ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০৩ বছরের সাজাপ্রাপ্ত।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।