প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের প্রতিপক্ষের হামলায় ৩ জন কিশোর-কিশোরীসহ ৪ আহত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার ২নং গলি এলাকায় এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত কিশোরীর বাবা মনু মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাত টার দিকে বিবাদী আবু তাহেরসহ (৫৪) অজ্ঞাতনামা ৪/৬ জন লাঠি সোটা নিয়ে মনু মিয়ার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে হামলা চালিয়ে মারধর করে। প্রতিপক্ষের মারধরে মনু মিয়া (৫৫), তার কিশোরী মেয়ে মুন্নি আক্তার (১৩), ছেলে জয় (১৭) ভাতিজা মোঃ-সিয়াম (১৯) আহত হয়। এ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে কথা হলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ বজলুর রহমান জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

