শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১২ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, মা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:৫০, ২২ সেপ্টেম্বর ২০২২

রূপগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, মা কারাগারে

তৌসিফ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তৌসিফ (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার শীলা বেগম রূপগঞ্জ উপজেলার পাইস্কা এলাকার জামাল উদ্দিনের সাবেক স্ত্রী এবং শিশু তৌসিফের মা। এর আগে সন্তানকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শীলার বিরুদ্ধে থানায় মামলা করেন জামাল।

মামলা সূত্রে জানা যায়, শীলা বেগম তার ছোট বোনের জামাই জুলহাসের সঙ্গে পরকীয়ায় আসক্ত হন। প্রায় দেড় বছর আগে ছেলে তৌসিফকে সঙ্গে নিয়ে পালিয়ে যান। এরপর তারা বিয়ে করে পাশের শিমুলিয়া এলাকার ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তৌসিফকে শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রাখেন তৌসিফের মা ও জুলহাস। তৌসিফ আত্মহত্যা করেছে বলে প্রচার চালান তারা। তবে শিশুটির গলায় ও শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে জামাল উদ্দিন রূপগঞ্জ থানায় মামলা করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে রূপগঞ্জ থানায় আত্মহত্যা প্ররোচনার অপরাধে একটি মামলা হয়েছে। অভিযুক্ত শীলা বেগমকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।