প্রতীকী ছবি
পাওনা টাকা চাওয়ায় সোনারগাঁয়ের কাঁচপুরে মুদি দোকানী মাফিজুল ইসলামকে(৩৬)পিটিয়ে গুরুত্বর জখম করেছে ক্রেতা আব্দুল ছালাম।স্থানীয়রা দোকানীকে ওই রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়,কাঁচপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনিরুজ্জামানের ছেলে মাফিজুল ইসলাম বিসিক শিল্পনগরী এলাকায় দীর্ঘদিন যাবত মুদি ও বিকাশ ব্যবসা করে আসছেন।শনিবার সন্ধ্যায় একই এলাকার মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুল ছালামের(৪০) কাছে পাওনা ৫হাজার টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় দোকানের ভিতরে ঢুকে ব্যবসায়ী মাফিজুলের বুকে এলোপাতাড়ি কিল ঘুষি মারে।মারামারির খবর শুনে ঘাতক ক্রেতার ছেলে শরিফ হোসেনসহ আরো অজ্ঞাত ৭/৮ জন লাঠি নিয়ে দৌড়ে দোকানীকে হাতে পায়ে আঘাত করে গুরুত্বর নীলা জখম করে।
পরে স্থানীয়রা মুদি দোকানী মাফিজুলকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।এ বিষয়ে গতকাল রোববার দুপুরে মুদি দোকানীর ছোট ভাই সোহাগ সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁ থানার তদন্ত ওসি আহসান উল্লাহ বলেন,আমরা অভিযোগ পেয়েছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা করা হবে।