
ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, যারা গত ১৬ বছর মামলা মোকদ্দমার শিকার হয়েছেন তারাও এখানে আছেন। আজকে যে পরিবর্তন শুরু হয়েছে সে পরিবর্তনের সাথে সাথে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করারা মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে এ কর্মসূচি হাতে নিয়েছে।
শুক্রবার (৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় যুব শক্তি সামাজিক সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা খেলাধুলার মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ হবো। সারা পৃথিবীতে একটি গর্বিত জাতি হিসেবে আমাদের দেশকে আমরা গড়ে তুলবো। আগামীতে তারেক রহমানের হাত ধরে ক্রীড়া ক্ষেত্রেও আমরা এগিয়ে যাবো।