শনিবার, ১০ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৯, ৯ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও জনতা। 

এসময় আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া মহাসড়ক অবরোধ তুলে নেয়া হবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (৯ মে) রাত নয়টার দিকে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

এসময় সড়কে বাঁশ, লাঠি ফেলে ও ট্রাকসহ বেশ কিছু যানবাহন আড়াআড়ি রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের দুই পাশের যানচলাচল বন্ধ করে দেন তারা। এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি ব্যাতিত সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এর ফলে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থী প্রবাদ জানান, আমাদের দাবী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। গতকাল রাত থেকে প্রধান উপদেষ্টার বাস ভবনের সামনে ও শাহবাগে বিক্ষোভ চলছে। আমরাও মহাসড়কে অবস্থান নিয়েছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শিক্ষার্থীরা ব্লকেড দিয়ে রেখেছে। এখন সাইনবোর্ড এলাকায় তারা অবস্থান করছে। পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত আছে।