
ফাইল ছবি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জের কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দালাল সন্দেহে একজনকে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
বুধবার (৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বিআরটিএর কার্যালয়ে এই অভিযান চালনো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।
মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী জানান, বিআরটির নারায়ণগঞ্জ অফিসে গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স প্রদানসংক্রান্ত নানাবিধ অনিয়মের অভিযোগ পাই। তারই প্রেক্ষিতে দুককের সমন্বিত নারায়ণগঞ্জ জেলা কার্যালয় হতে একটি টিম গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে দুদক টিম ছদ্মবেশে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে। এর এক পর্যায়ে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করে বিআরটিএ’র অফিস প্রধানের কক্ষে নিয়ে যায়। এ সময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে কোনো সন্দেহজনক কাগজপত্র না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, বিআরটি কার্যালয়ে আসা সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য অফিস প্রধানকে পরামর্শ প্রদান করেন দুদক টিম।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জের কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, দুদক নিয়মিত অভিযান চালিয়েছে। গাড়ির ফিটনেস কিভাবে করা হয়, লাইসেন্স করাতে গ্রাহকদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে কিনা সেগুলো দেখতে দুদক টিম এসেছিল। এ ছাড়া এখানে কোনো দালাল রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছেন তারা।
তারা কোনো জরিমানা করেনি। শুধু একটা ফিটনেসের কাগজ নিয়ে গেছে। সেই কাগজে আবেদনকারীর স্বাক্ষর ছিল না। স্বাক্ষরের বিষয়টি তারা জানতে চেয়েছেন।
তবে এ অভিযান পরিচালনার টিমে কে কে ছিলেন তা এখন পর্যন্ত জানায়নি দুদকের সমন্বিত কার্যালয় নারায়ণগঞ্জের কর্মকর্তারা।