
ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, আমি গতকাল অসুস্থ ছিলাম। রাতের বিষয়টা আমি জানি না। সকালে উঠে সংবাদমাধ্যমে আমি দেখেছি, তাকে এ্যারেস্ট করতে পুলিশ সারারাত অপেক্ষা করেছে এবং সকালে গ্রেপ্তার করেছে। এটি একটি ইতিবাচক দিক। গত সতেরো বছর বিএনপি নেতাকর্মীদের উপর যে অত্যাচার করা হয়েছে সে তুলনায় পুলিশ অনেক সহনশীল আচরণ করেছে।
শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের ব্যাপারে এ মন্তব্য করেন রাজীব।
তিনি বলেন, আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই এবং আইনের শাসন চাই। সাধারণ মানুষের যে আইনের অধিকার প্রধানমন্ত্রীর জন্যেও সে অধিকার থাকবে এটাই আমি মনে করি।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে। আইনি ব্যাবস্থা নিবে প্রশাসন। এখানে বিএনপির বলার কিছু নেই। তবে পুলিশ যে সহনশীল আচরণ করেছে তাকে আমরা ইতিবাচক ভাবেই দেখছি। ভিডিওতে দেখলাম সেখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জড়ো হয়েছে। পুলিশ তাদের সাথে খাবার খাচ্ছে একসাথে বসে। অনেকে আবার আওয়ামী লীগের সুরে প্রশংসাও করেছে।
তিনি বলেন, আমাদের সময় পুলিশ যে জুলুমবাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সেখান থেকে পুলিশ সরে এসেছে। এজন্য আমরা ধন্যবাদ জানাতে চাই। যেকোন নাগরিকের ওপর যেন অন্যায় না হয় সে রাষ্ট্র ব্যাবস্থা আমরা কয়েম হতে দেখতে চাই।