বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

|

বৈশাখ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ঈদের পর জেলার ইউনিটসমূহ বিলুপ্তির উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৬, ৮ মে ২০২৫

ঈদের পর জেলার ইউনিটসমূহ বিলুপ্তির উদ্যোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল ইউনিটের কমিটি ঈদ উল আজহার পর বিলুপ্তের উদ্যোগ নেয়ার চেষ্টা চলছে। জেলার অধীনস্থ দশটি থানা ও পৌরসভার অধীনস্থ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিও বিলুপ্তির সুপারিশ করেবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা। 

এর আগে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর গত ১০ ফেব্রুয়ারি জেলার অধীনস্থ ১০ থানা ও পৌরসভা কমিটি ও এর অধীনস্থ সকল ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয় বিএনপির হাই কমান্ড। ৯০ দিনের মধ্যে এসকল কমিটি গঠন করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করার ব্যাপারে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেয়া হয়েছিল সেসময়। 

এর আগে গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। বর্তমানে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসুকুল ইসলাম রাজিব, শরীফ আহম্মেদ টুটুল এবং সদস্য হিসেবে মুহাম্মদ গিয়াস উদ্দিন রয়েছেন।

কমিটি ঘোষণার পর গত ১০ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে সাত দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ও আগামী ৯০ দিনের মধ্যে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আয়োজন করার নির্দেশ দিয়েছে বিএনপি। 

এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে জেলা বিএনপির ইউনিট কমিটি গঠন ও কমিটি গঠনে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, ১ নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবের যৌথ স্বাক্ষরের নির্দেশ দিয়েছে বিএনপি।