বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

|

বৈশাখ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিগত আমলে একদল নামাজী বেশে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে : আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫৪, ৭ মে ২০২৫

আপডেট: ২১:৫৫, ৭ মে ২০২৫

বিগত আমলে একদল নামাজী বেশে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে : আবদুল জব্বার 

মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, পৃথিবীতে দুইটি দল আছে একটি হলো আল্লাহর দল আরেকটি হলো শয়তানের। আপনি আমি কোনটিতে থাকবো এটা একান্তই আমাদের সিদ্ধান্তের।

বুধবার (৭ মে) নারায়ণগঞ্জ সদর পূর্ব থানা জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, বিগত আমলে একদল নামাজী বেশে সাধারণ মানুষকে ধোকা দিয়েছে। ভোটের সময় হলে মৌলভী, ভোটে শেষে আর কাউকে চিনে না। এমন চরিত্রের মানুষদের কে চিন্হিত করার সময় এখনোই। সারা বাংলাদেশে ইসলামী বিজয়ের এক রব উঠেছে। আল্লাহ চাইলে বাংলাদেশের মাটিতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন, মানব রচিত কোনো আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শান্তি দিতে পারে একমাত্র আল কুরআন। কুরআনের আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলেই সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে।