
দেওভোগে প্রবেশের রাস্তা বন্ধ করে রেখেছেন আইভীর কর্মী সমর্থকেরা।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে আটকের খবরে শহরের দেওভোগ এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইভীর আটক ঠেকাতে দেওভোগে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়ে পুরো এলাকা অবরুদ্ধ করে রেখেছেন তার কর্মী সমর্থকেরা।
বৃহস্পতিবার (৮ মে) রাতে আইভীকে আটক করতে পুলিশের একটি দল দেওভোগে পৌঁছালে এ ঘটনা ঘটে।
এসময় এলাকার রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভীর অনুসারীরা দেওভেগের রাস্তাগুলো বাঁশ ফেলে বন্ধ করে দেন।
এসময় আইভীর বাড়ির গেইটের সামনে ও আশেপাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আইভীর আটক ঠেকাতে স্থানীয়দের এগিয়ে আসার জন্য আবেদন জানান।
জানা যায়, অভিযান শুরু হওয়ার পরে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেওভোগের দিকে অগ্রসর হন। মধ্যরাতের মধ্যে দেওভোগ এলাকার আইভীর বাড়ির আশেপাশের নিয়ন্ত্রণ চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে।
এসময় আটকের বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিতে গিয়ে আইভী বলেন, তাদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে। দিনের বেলা আমাকে নিতে হবে।