বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

|

বৈশাখ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জমি সংক্রান্ত বিরোধের জেরে রূপগঞ্জে যুবদলের নেতার হামলায় শিক্ষকসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৪, ৭ মে ২০২৫

জমি সংক্রান্ত বিরোধের জেরে রূপগঞ্জে যুবদলের নেতার হামলায় শিক্ষকসহ আহত ৩

প্রতীকী ছবি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষকসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে কাজী জহিরুল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গত বুধবার (০৬ মে) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য কাজী জহিরুল। আহতরা হলেন, আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সুমন মিয়া, তার ছোট ভাই গ্রাম্য ডাক্তার কাজী তপন ও তুহিন। এ ঘটনায় আহতদের ভাই কাজী সাইফুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। 

আহতদের ভাই কাজী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ একই এলাকার যুবদল নেতা কাজী জহিরুল, কাজী নজরুল ইসলাম, কাজী মনির হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। গত বুধবার বিকেলে কাজী জহিরুল ও তার লোকজন জমিটি দখলে নিতে কয়েকটি পিলার আনেন। এসময় আমার ভাই গ্রাম্য ডাক্তার কাজী তপন তাদেরকে জিজ্ঞেস করতে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার চিৎকার শুনে আমার ভাই আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া ও তুহিন মিয়া এগিয়ে গেলে তারা তাদেরকেও পিটিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। 

এ ঘটনায় গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য কাজী জহিরুল বলেন, জমি দখল করতে যাইনি এই জমিটি আমরা এসএ, সিএসএ ও আর সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছি। দুইদিন আগে তারা আমাদের জমির সীমানা পিলার ফেলে দেয়। নতুন করে পিলার স্থাপন করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এসময় হয়তো পরে গিয়ে তপন আহত হয়েছে। আদালতে মামলা চলমান রয়েছে আদালত তাদের পক্ষে রায় দিলে আমরা ছেড়ে দিয়ে আসবো। আদালতের রায় না পেয়ে তারা আমাদের স্থাপন করা পিলার উঠিয়ে ফেলে এটা মেনে নেওয়া যায়না। আমি যুবদলের সাধারণ একজন কর্মী। আমি তারেক রহমানের কর্মী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি কখনো এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়েছি কিনা। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।