শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এই আইভী বিএনপির অফিস উচ্ছেদ করেছে : রুহুল আমিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৯, ৯ মে ২০২৫

এই আইভী বিএনপির অফিস উচ্ছেদ করেছে : রুহুল আমিন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্মাদক রুহুল আমিন শিকদার বলেছেন, এই বদমেজাজী আইভী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অফিস উচ্ছেদ করছে। উনি কি দুধে দোয়া তুলসি পাতা? ওপেন ছাত্র জনতাকে নির্মূল করা নির্দেশ দিয়েছেন উনি। ২৮ই জুলাই ভিডিও ফুটেজে আছে, ছাত্রজনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপরে হামলার নির্দেশনা দেয় প্রকাশ্যেই তারপরও সে নাকি নির্দোষ।

শুক্রবার (৯ মে) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের পর নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, তাদের দলের আরেকপক্ষ গ্রুপকে উচ্চস্বরে বলতেও শোনা যায় আপনারা নারায়ণগঞ্জ শহরে কি করছেন? কিভাবে আন্দোলন করে।

তিনি বলেন, শামীম ওসমানের চাষাঢ়ায় ১৬ বছর শতশত বিএনপি মিছিল মিটিং হয়েছে কোন হামলা হয়নি। কিন্তু এই মহিলার এলাকা ২ নং রেল গেটে ১৬ বছরে ৩ টি মিছিল করেছি আমরা। এর মধ্যে ২ টিতে হামলা হয়েছে এবং ১ জন যুবদল কর্মি নিহত হয়েছে।