শুক্রবার, ০৯ মে ২০২৫

|

বৈশাখ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সুযোগ পেলে ইনসাফ পূর্ণ দেশ উপহার দিবো ইনশাআল্লাহ : আবদুুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১১, ৮ মে ২০২৫

সুযোগ পেলে ইনসাফ পূর্ণ দেশ উপহার দিবো ইনশাআল্লাহ : আবদুুল জব্বার

মানববন্ধন

নারায়ণগঞ্জ ফতুল্লা থানার এনায়েত নগর ইউনিয়নের মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জ্বলাবদ্ধতা নিরসনের জন্য মানববন্ধন করেন এলাকার সর্বস্তরের জনগন।

বৃহস্পতিবার ৮ মে বৃহস্পতিবার  বিকালে উক্ত মানববন্ধনে মুসলিম নগর এলাকার জ্বলাবদ্ধতা পরিদর্শনে আসেন এবং মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন বিগত দিনে যারা জন প্রতিনিধি ছিলো তারা এই এলাকার মানুষকে বঞ্চিত করেছে। তারা যদি যথাযথ ভাবে কাজ করতো তাহলে এই জন দূর্ভোগ সৃষ্টি হতোনা। আবদুল জব্বার বলেন দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এলাকার জ্বলাবদ্ধতা দূর করতে হবে। তিনি আরো বলেন আমরা সব সময় জনগনের খেদমতে জনগনের সাথে থাকতে চাই, আমরা চাই একটি কল্যাণ রাস্ট্র। আপনারা আমাদের যদি সুযোগ দেন ইনশাআল্লাহ একটি ইনসাফ পূর্ণ দেশ উপহার দেবো। 

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবদুল মোমিন  সহ অনেক সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য দীর্ঘদিন যাবত মুসলিম নগর এলাকা জ্বলাবদ্ধতার জন্য প্রায় পাচ লাখ মানুষের যাতায়াতের রাস্তা জ্বলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরেছে এলাকার সর্বস্তরের জনগন ।

আব্দুল মোমিন বলেন আগামী পনের দিনের মধ্যে যদি দৃশ্যমান কাজের কোন অগ্রগতি না দেখি এর চেয়ে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।

অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, সালেহ আহমদ, মোক্তার হোসেন ডাক্তার আবুল হোসেন, মহিউদ্দিন, আলম, প্রমুখ।