শনিবার, ১০ মে ২০২৫

|

বৈশাখ ২৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্রমজীবী মানুষের অধিকার আদাইয়ে সর্বদা তাদের পাশে থাকতে হবে : আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১৪, ৯ মে ২০২৫

শ্রমজীবী মানুষের অধিকার আদাইয়ে সর্বদা তাদের পাশে থাকতে হবে : আবদুল জব্বার

মতবিনিময় সভা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর আমীর বলেন যখনি যেখানে শ্রমিক সমস্যায় পড়বে সাথে সাথে সমাধানের জন্য এগিয়ে যেতে হবে।

শুক্রবার ৯ এপ্রিল বিকেলে চাষাড়াস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর অফিসে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তিনি আরো বলেন আল্লাহর দেওয়া অর্থ অসহায় মানুষের জন্য ব্যায় করতে হবে, মানুষ যখন তার অধিকার আদায়ে শ্রমিক নেতৃবৃন্দকে পাশে পাবে তখন তারা মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজের সুবিধার্থে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় তাকে সেখানে অন্তরিকাতা সহকারে কাজ করতে হবে।

মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসূল, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন, এরশাদ খান সহ মহানগর নির্বাহী সদস্য ও থানা সভাপতি বৃন্দ।