
আদালত পাড়ায় আইনজীবী সমিতির ভবনে জাকির খান
নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। এসময় জাকির খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৮ মে) আইনজীবীদের সাথে দেখা করতে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় আইনজীবী সমিতির ভবনে যান জাকির খান।
এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট হুমায়ুন কবির বলেন, জাকির খানের জীবনটাই কেটেছে ষড়যন্ত্রের ফলে পলাতক ও জেলখানায়৷ তার ছোট বাচ্চাটাকে কোলে দেখে গিয়েছে। আজ সে ও লেভেলে পড়ে। আমদের বিএনপির যে নেতাকর্মীরা আছে এত বড় ত্যাগ আর কারও নেই। যে ত্যাগ জাকির খান স্বীকার করেছে।
তিনি আরো বলেন, জাকির জেলে থাকা অবস্থায়ও জাকির খানের অনুসারীরা তার পক্ষে যে আন্দোলন গড়ে তুলেছিল আমরা বাইরে থেকেও তা পারিনি।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।