বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফাসিস্টের পতন হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে : গয়েশ্বর 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৩, ২৬ মে ২০২৫

ফাসিস্টের পতন হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে : গয়েশ্বর 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এসেছি। তার মাজার জিয়ারত ও দোয়া চাইতে আমরা এসেছি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের আমলে যারাই নিহত হয়েছেন তাদের জন্যেও আমরা দোয়া চাইছি ও সহমর্মিতা জানাচ্ছি। 

সোমবার (২৬ মে) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে নিয়ে জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, ফাসিস্টের পতন হলেও গণতন্ত্র এখনও আমাদের নাগালের বাইরে। আমাদের যত আত্মাহুতি, গুম খুন, মামলা সব গণতন্ত্রের জন্য। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। আমাদের নেত্রীর উপর জুলুম হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলতে চেয়েছে এটা সকলে জানে। আজ তিনি আমাদের মাঝে আছেন, তার উপস্থিতিই আমাদের প্রেরণা।

তিনি বলেন, আমাদের সম্মিলিত লড়াইয়ের ফসল যদি জনগণ না পায় তাহলে তো হবে না। জনগণের ভোটাধিকার এবং জনগণই যে সকল ক্ষমতার উৎস এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল লক্ষ্য। 

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হবীব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানসহ বিএনপির কেন্দ্রীয় এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।