বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যানজট নিরসনে উদ্যোগ নিতে ডিসি, এসপিকে গিয়াসউদ্দিনের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৭, ২৬ মে ২০২৫

যানজট নিরসনে উদ্যোগ নিতে ডিসি, এসপিকে গিয়াসউদ্দিনের চিঠি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও অনুমোদন হীন যানবাহনের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনে আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে চিঠি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন। 

সোমবার (২৬ মে) এই চিঠি প্রদান করা হয়।

এসময় চিঠিতে গিয়াসউদ্দিন জানান, নারায়ণগঞ্জে মানুষের বসতি প্রতিনিয়ত বাড়ছে। মানুষের চাহিদা অনুযায়ী বৈধ যানবাহনের পাশাপাশি অবৈধ যানবাহনের সংখ্যাও বাড়ছে। অপরিকল্পিত যানচলাচলের ফলে শহরে তীব্র যানজট লেগে থাকে। এর ফলে কর্মজীবী ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

নারায়ণগঞ্জের লাখো মানুষের স্বার্থে যানজট নিরসন ও বিআরটিএ'র অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনে জেলার ট্রাফিক বিভাগকে যথাযথ নির্দেশনা দেয়ার আহ্বান জানান গিয়াসউদ্দিন।