
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমি আশা করবো পাঁচ আগষ্টের আগে আমরা যারা মামলা হামলার শিকার হয়েছি পাঁচ আগষ্টের চেয়ে যেন বেশি রাজনীতি করতে পারি সেই শপথ আমাদের নিতে হবে। যারা হামলা, মামলার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন আমি তাদের সকলকে চিনি। তাদের বাবা মাকেও চিনি তাদের বাড়িও আমি চিনি। আমি দূরের কেউ না, আমি রাজপথের ছেলে। যারা পাঁচ আগষ্টের আগে রাজপথে ছিলেন তারা হতাশ হয়েন না। আমি দিপু ভূঁইয়া বেঁচে থাকলে আপনাদের আশা আমি পূরণ করবো।
সোমবার (২৬ মে) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা, তারাব ও কাঞ্চন পৌরসভা যুবদলের আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, পাঁচ আগষ্টের আগে যা রাজনীতি করতাম তার চেয়ে দশগুণ বেশি রাজনীতি কিন্তু আমরা এখন করি। কারণ আমি জানি আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাছে টাকা আছে। তারা চেষ্টা করবে দিপুকে সরিয়ে দিতে। আমি দিপু সরে গেলে এই হাজার হাজার নেতাকর্মী কিন্তু সরে যাবে। তাই আমি দশগুণ বেশি রাজনীতি করছি। আমি ঘুমাইতে পারি চার ঘন্টা।
তিনি বলেন, দুঃখের বিষয় হল পাঁচ আগষ্টের আগে যারা আমার সাথে রাজনীতি করত তারা অভিমানী হয়ে গেছে। তারা বলে, আমি আগে কাজ করেছি আমাকে ফোন করে ডাকতে হবে, বাসায় গিয়ে ডাকতে হবে৷ নয়ত আমি যাবো না। রাজনীতি কারও জন্য বসে থাকে না, রাজনীতি অভিমানের জায়গা না। আপনি যদি রাজনীতি করেন পাঁচ আগষ্টের আগের চেয়ে দশগুণ বেশি রাজনীতি করতে হবে। আমরা যদি দশগুণ বেশি রাজনীতি করি তাহলে হাইব্রীড নেতা রূপগঞ্জে থাকবে না।
২৮ তারিখের সমাবেশ হবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের। আপনারা জানেন রূপগঞ্জের মিছিল ছাড়া ঢাকায় সমাবেশ হত না। এবার আমরা চাই রূপগঞ্জ যেন ইতিহাস গড়ে আসে ঢাকায়। নেতারা যেন ভাবে কমিটি ছাড়াই তারা এত ভাল করছে কমিটি দিলে হয়ত তারা আরো ভাল করবে।
গাজীর আমলের কথা তুলে ধরে তিনি বলেন, মাদক প্রতিটি ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছিল। তারা মাদকাসক্ত বানিয়েছে যুবকদের কারণ সুস্থ মানুষ গাজীর দল করতে পারে না। আমি জানতে পেরেছি আমার কিছু নেতাকর্মীরা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। আমার নেতাকর্মী যদি মাদকের সাথে জড়ায় শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদের আইনের হাতে সোপর্দ করবো। দেশনায়ক তারেক রহমান বলেছেন একজনও যদি চাঁদাবাজি, মাদকের সাথে জড়ায় তাদের সরাসরি বের করে দিবেন।