বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কলতাপাড়া মাদরাসার সভাপতি হলেন জামায়াত নেতা ড. ইকবাল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৪, ২৭ মে ২০২৫

কলতাপাড়া মাদরাসার সভাপতি হলেন জামায়াত নেতা ড. ইকবাল

ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় কলতাপাড়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

শনিবার (২৪ মে) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তবে বিষয়টি সোমবার গণমাধ্যমে প্রকাশ পায়।

একইসঙ্গে, বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন।

জানা গেছে, ড. ইকবাল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব গ্রামের ভূঁইয়া বাড়ির মো. হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি স্টাডিজ থেকে অনার্স ও মাস্টার্স করেন। এছাড়া তিনি ঢাকা আলিয়া থেকে হাদীসে কামিল করেন। ড. ইকবাল জামায়াত মনোনীত সোনারগাঁও উপজেলার এমপি প্রার্থী। তিনি সোনারগাঁও আইডিয়াল কলেজের প্রিন্সিপাল হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।

এর আগে জামায়াতের এই নেতা সোনারগাঁও উপজেলা আমির ও নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সভাপতি হিসেবে প্রিন্সিপাল ড. মো ইকবাল হোসেন ভূঁইয়া মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলেরা। গভর্নিং বডির এই নতুন নেতৃত্ব মাদরাসার শিক্ষা, সংস্কৃতি ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা। এছাড়া ড. ইকবাল সভাপতি হিসেবে মনোনয়ন পাওয়ায় শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিষয়ে ড. ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয় আমাকে সভাপতি হিসেবে মনোনয়ন করেছে। এজন্য আমি ইসলামি বিশ্ববিদ্যালয় ও অত্র মাদরাসার সবাইকে ধন্যবাদ জানাই। আমার প্রথম দায়িত্ব হলো এই প্রতিষ্ঠানকে প্রথম শ্রেণির মাদরাসা করা। এখান থেকে উচু মাপের আলেম বের করা। এই মাদরাসা দুই দশক ধরে বিভিন্ন ষড়যন্ত হচ্ছে। যার ফলে এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। আমার দ্বিতীয়ত কাজ হলো মাদরাসা থেকে কামিলে রূপান্তর করা ও আলিম বিজ্ঞান বিভাগ খোলার জন্য চেষ্টা করা।

তিনি আরও বলেন, আমি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষক, এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। ইতোমধ্যে এই কমিটি নিয়ে বিএনপির কিছু ভাইয়েরা ষড়যন্ত্র করবার চেষ্টা করছে।