মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ছাত্রদল যারা করে তাদের আবেগ থাকে কিন্তু ক্ষোভ থাকে না : নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০১, ৮ জুলাই ২০২৫

ছাত্রদল যারা করে তাদের আবেগ থাকে কিন্তু ক্ষোভ থাকে না : নাহিদ

নাহিদ হাসান ভূঁইয়া

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেছেন, ছাত্রদলের রাজনীতি যারা করে তারা একটা পর্যায়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে যায়। আমাদের এখানকার সন্তান ও মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন, সাধারণ সম্পাদক হয়েছেন। তিনি এই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।

সোমবার (৭ জুলাই) রূপগঞ্জের বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে মুড়াপাড়া কলেজ ছাত্রদলের প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে মুড়াপাড়া কলেজের মত এত সুন্দর কলেজ নেই। এখানে আসলেই মন ভাল হয়ে যায়। আমরা ছোট থাকতে ২০০০ সালে আমার বড় ভাই বোনের সাথে এখানে আসি। সেসময় এ জায়গাটা অত্যন্ত জমজমাট ছিল এবং মুড়াপাড়া কলেজের অনেক নাম ডাক ছিল। আজ এ কলেজের ছাত্র হিসেবে আপনারা গর্বিত। আজ থেকে বিশ বছর আগে মানুষ যেমন পড়াশোনা করে গেছে তেমনি মর্ডান সময়ে আপনারা পড়াশোনা করছেন। এখান থেকেই আগামীতে জেলার নেতৃত্ব আসবে।

তিনি বলেন, ছাত্রদল যারা করে তাদের আবেগ থাকে কিন্তু ক্ষোভ থাকে না। রাজনীতি একটা কৌশলের খেলা। আপনাদের যেসকল সহযোগিতা প্রয়োজন আমরা তা সর্বোচ্চ ভাবে করার চেষ্টা করবো।

এসময় মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।