
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন দেওয়ান
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন দেওয়ান বলেছেন, যারা এ সংগঠন নিয়ে কটুক্তি করতে চান তারা সাবধান হয়ে যান। এ সংগঠন আন্দোলন সংগ্রামের সংগঠন, তারেক রহমানের প্রিয় সংগঠন। স্বেচ্ছাসেবক দল নিয়ে যারা কটুক্তি করবেন তাদের বিপদ সন্নিকটে।
সোমবার (৭ জুলাই) রূপগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি
তিনি আরও বলেন, যেহেতু বলেছেন এ সংগঠন দিপু ভূঁইয়ার সংগঠন। ভবিষ্যতে এ সংগঠন নিয়ে ভেবে চিন্তে মন্তব্য করবেন।
এসময় রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।