
মুহাম্মদ গিয়াস উদ্দিন
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, চাঁদাবাজ মুক্ত সিদ্ধিরগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জকে করতে চাই। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন?, সে যদি আমাদের দলেই হয় তারও কোন রেহাই নাই। আপনারা দেখেছেন আমাদের দলের মধ্যেও যারা বিপথগামী হয়েছেন আমাদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের বিরুদ্ধে কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা দল থেকে নেওয়া হয়েছে । কোন চাঁদাবাজকে বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া যাবে না। যারা চাঁদা নেয় তারা মানুষের বাচ্চা না, তারা অমানুষের বাচ্চা তারা পশুর চেয়েও খারাপ নির্লজ্জ তারা কুকুরের চেয়েও খারাপ। আর এই কুকুরকে কিভাবে ঠিক করতে হয় তা আপনারা জানেন। এই কুকুরদেরকে লাঠি হাতে তাড়িয়ে দিতে হবে, প্রশাসনের হাতে তুলে দিতে হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজদেও বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, চোখ কান খোলা রেখে জুলাই এর চেতনাকে বুকে ধারণ করে যেকোনো মূল্যে চাঁদাবাজ নির্মূল করতে হবে। আপনারা তাদেরকে ধরবেন এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।
১৬ বছর বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সফল হয়নি। এখন আবারও ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। শুধু মাত্র তারেক রহমানের একক নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারে নাই। তারেক রহমান এমন এক অবিসংবাদিত নেতা যার জনপ্রিয়তা সবার উপরে। সে কারণেই তারেক রহমানের সাথে রাজনীতি করে না পেরে এখন ষড়যন্ত্রে নেমেছে।