
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমরা আন্দোলন করেছি, জেল খেটেছি, বাড়ির বাইরে থেকেছি। এই লড়াই সংগ্রামকে পিষে যারা ষড়যন্ত্র করছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের সমুচিত জবাব দিতে হবে। আমরা প্রস্তুত আছি। তাদের অপকর্মের জবাব আমরা দেবো।
শনিবার (১২ জুলাই) রূপগঞ্জে বিএনপির পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান বলেছেন আমাদের আপনারা জনগণের কাছে যান। মানুষের ধন দৌলত ও জীবন জীবিকা যারা নষ্ট করতে চায় তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। নেতার নির্দেশ যেভাবে আসবে আমাদের সেভাবেই দলীয় কর্মসূচি পালন করতে হবে।