
রূপগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি ঘিরে সৃষ্টি হয় জনসমুদ্রের।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। এসময় উৎসুক নেতা-কর্মীদের ঢোলের তালে নাচতে দেখা যায়।
দাউদপুর থেকে জনসভায় আসা বিএনপিকর্মী ফোরকান মিয়া বলেন, রূপগঞ্জের এই জনসভায় এসে ঈদ ঈদ লাগছে। রূপগঞ্জে ভুঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। তিনি রাজপরিবারের সন্তান। ভূঁইয়া দিপু এমপি হলে রূপগঞ্জের উন্নয়ন হবে।
চনপাড়া থেকে আসা নারী নেত্রী শাহিনুর আক্তার বলেন, ভূঁইয়া দিপু তরুণ প্রজন্মেরও আইকন। তিনি এমপি হলে রূপগঞ্জের মানুষের উপকার হবে, উন্নয়ন হবে।
কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়া বলেন, বিগত সময়ে রূপগঞ্জ বিএনপিকে উজ্জীবিত রেখেছিলেন ভূঁইয়া দিপু। তিনি দলের দুঃসময়ের কাণ্ডারি। তিনি সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন। ভূঁইয়া দিপু এমপি হলে রূপগঞ্জে শান্তি বজায় থাকবে।’
জনসভায় বিভিন্ন এলাকার হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই জনসমাগমে দলের নেতা-কর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে ভুলতা এলাকা। তাঁরা গর্জে ওঠেন “রূপগঞ্জের মাটি, দিপু ভূঁইয়ার ঘাটি”, “রূপগঞ্জের মাটি, বিএনপির ঘাটি।” বক্তব্য শেষে শহীদ পরিবারের মাঝে নগদ সহায়তা বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত কায়েম ও আশরাফুল হক রিপন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন ভূঁইয়া, হাজী আব্দুল মতিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো, রূপগঞ্জ এখনো বিএনপির ঘাঁটি। তারা দলকে সুসংগঠিত করে ভবিষ্যতের আন্দোলনে আরও জোরদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সংগঠনিক শক্তির প্রকাশ ঘটে।
তারা বলেন, রূপগঞ্জে বিএনপির এই জনসমাবেশ প্রমাণ করে, দিপু ভূঁইয়ার নেতৃত্বে নতুন করে সংগঠিত হচ্ছে বিএনপি, আর মানুষ আবারও পরিবর্তনের প্রত্যাশায় তাকিয়ে আছে বিএনপির দিকেই।