শনিবার, ১২ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে এতিমখানা ভবন উদ্বোধন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫০, ১২ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে এতিমখানা ভবন উদ্বোধন 

এতিমখানার ভবন উদ্বোধন

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে জামিয়া ফারুকিয়া কওমিয়া নানাখী এতিমখানার ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে মাদ্রাসা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভবন উদ্বোধন করা হয়। সোনারগাঁ চাষী হাউজিং প্রাইভেট লিমিটেড সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,  সোনারগাঁ উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি শিল্পপতি আল মুজাহিদ মল্লিক।

বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ আমজাদ হক আপেল। 

প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, মানুষ দুটি কারণে ধ্বং হয়ে যায়। একটি হলো অতিরিক্ত খাবার অন্যটি লোভ।  বেশী খাবার খেলে শরীরে বিভিন্ন রোগ দেখা যায়, তেমনি লোভ করলে দেশ ও  সমাজ ক্ষতিগ্রস্ত হয়। 

তিনি আরো বলেন, বর্তমানে অন্যান্য শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় শিক্ষায় মানুষের মধ্যে মানবিক গুনাবলী তৈরি হয়। হাদিস এবং কোরআনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলে মানুষ কখনো অপরাধ করবে না। মানুষের দ্বারা মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কুরআনের প্রকৃত ব্যাখ্যা মানুষের মাঝে ছড়িয়ে দিলে মানুষের মধ্যে ভাতৃত্ববোধ তৈরি হবে।