রোববার, ১৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রস্তুতি নিচ্ছি যেন ডেঙ্গু নিরাপত্তা নিশ্চিত করতে পারি : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৪, ১২ জুলাই ২০২৫

প্রস্তুতি নিচ্ছি যেন ডেঙ্গু নিরাপত্তা নিশ্চিত করতে পারি : ডিসি

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা স্বাস্থ্য, শিক্ষা ও নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করতে চাই। সেই লক্ষ্যে আমরা কর্মসূচি গ্রহন করেছি গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ। এই কর্মসূচির আওতায় আমরা স্বাস্থ্য খাতে ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ ও এনআইসিউ চালুর ব্যাস্থা নিয়েছি। 

শনিবার (১২ জুলাই) নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গুর কিট সরবরাহ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, গত সাত তারিখে খানপুর হাসপাতালের সুপার আবেদন করেছিলেন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। এখানে কীট শেষ হয়ে গিয়েছিল। সাধারণত জনসংখ্যার ওপর ভিত্তি করে এই সাপোর্টগুলো নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু এখানে অনেক বেশি ভাসমান লোক রয়েছে। শহরের লোকের চেয়ে ভাসমান লোকের সংখ্যা বেশি। যে বরাদ্দ যথেষ্ট হয় না। 

তিনি আরও বলেন, আজকে আমরা ডেঙ্গু কিট সরবরাহ করতে সক্ষম হয়েছি। সরকারি হাসপাতালে মানুষ  অসহায় মুহুর্তে আসে। এ মুহুর্তে আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারলে আমরা চিকিৎসা করাতে পারবো না। ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিত না করতে পারলে এটা আমাদের জন্য আতংকের হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা যেন ডেঙ্গু নিরাপত্তা নিশ্চিত করতে পারি।