মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লেজুড়বৃত্তির অভিযোগ এনে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পদত্যাগ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩৭, ১৫ জুলাই ২০২৫

লেজুড়বৃত্তির অভিযোগ এনে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার পদত্যাগ 

শরৎ সাহা

নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন শরৎ সাহা।

সোমবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন শরৎ। 

এসময় তিনি জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এনসিপির সাথে একই ব্যানারে মিছিল করেছে। শুধু এটাই না, প্রথম থেকেই এই সংগঠন এনসিপির লেজুড়বৃত্তি করে একসাথে সকল প্রোগ্রাম করে আসছে। এনসিপির লেজুড়বৃত্তি ব্যতীত এই সংগঠনের নিজস্ব কোনো স্বকীয়তাই নেই। অথচ কমিটি হওয়ার পূর্বে আমাদেরকে বলা হয়েছিল যে, এটি একটি স্বাধীন এবং স্বতন্ত্র সংগঠন হিসেবে কাজ করবে!

তিনি আরও বলেন, লেজুড়বৃত্তি বাদেও এই সংগঠন আরও অনেক অপকর্মের সাথে জড়িত। সত্য কখনো চাপা থাকেনা। সেসব একদিন অবশ্যই সামনে আসবে! ইদানীং তারা একটি দল ও দলের শীর্ষ নেতাকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং স্লোগান দিয়ে অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। এরকম প্রতিহিংসার রাজনীতি একজন জুলাই আন্দোলনকারী হিসেবে আমি কোনোভাবেই আশা করিনি!

তিনি বলেন, অন্ধভক্তি যতটা খারাপ, অন্ধ বিরোধীতাও ততটাই খারাপ! যারা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে এক চোখে দেখে তাদের রাজনৈতিক উত্থান দেশের জন্য ভয়ংকর। উগ্র ডানপন্থার উত্থানের জন্য আমরা জুলাই এ রাস্তায় নামিনি। দেশের এমন ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইনি। জুলাই এর সাথে গাদ্দারি করে বড় বড় কথা বলা নেতাদের রাজনীতি ধ্বংস হোক।