রোববার, ১৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মিটফোর্ডে হত্যাকান্ডটি ভাঙ্গারী ব্যবসা দ্বন্দ্ব নিয়ে হয়েছে : এম জি মাসুম রাসেল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৩৭, ১২ জুলাই ২০২৫

মিটফোর্ডে হত্যাকান্ডটি ভাঙ্গারী ব্যবসা দ্বন্দ্ব নিয়ে হয়েছে : এম জি মাসুম রাসেল 

স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ঢাকা বিভাগীয় টিম প্রধান এম জি মাসুম রাসেল বলেছেন, রাজনীতি এত সহজ না। এই নারায়ণগঞ্জ গত ৫ তারিখের আগে আন্দোলন সংগ্রাম করে গেছি। আমাদের এই স্বেচ্ছাসেবকদল টিম রাজনীতি সভা রাস্তায় করে গেছি। মিছিল করেছি মিটিং করেছি লিফলেট বিতরণ করেছি। তখন কি শামীম ওসমান ছিলো না নারায়ণগঞ্জে। আমরা এসেছি, মৃত্যুকে আলিঙ্গণ করে এসেছি। দল করতে হলে ভয়কে উর্ধ্বে করে আসতে হবে। ভয়প্রীতি নেতাদের দিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করা যাবে না। চাঁদাবাজি সন্ত্রাসবাজী দখলবাজী কি এখন শুরু হয়ে গেছে, হয়নি। দল করতে হলে সংগঠনের প্রতি দরদ থাকতে হবে। এই মিটফোর্ডে হত্যাকান্ডটি ভাঙ্গারী ব্যবসা দ্বন্দ্ব নিয়ে হয়েছে। আমরা কোন হত্যা কান্ডকে সমর্থন করি না। তাহলে বুঝতে হবে আমাদের বিএনপি বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত চলছে।

গতকাল শনিবার ( ১২ জুলাই ) বিকেল তিনটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৮টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মীসভার উদ্বোধন করা হয়। 

তিনি আরও বলেন, ইউনুস সরকারকে সময় বেধেঁ দিসে বিএনপি নির্বাচন করার জন্য। তাই আগামী নির্বাচনে ধানের শীর্ষ মার্কা আপামর জনগণের মার্কা বুঝাতে হবে। আজকে দেশের কোন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে না। ইউনুস সরকারের কথা পুলিশ চলে, বিএনপি কথা চলে না। তাই যারা বিএনপি নামে কুটস্যা রটাতে চান, আপনাদের আমরা চিনি তাদের হুশিয়ারি দিতে চাই। ৭১ এ এই দেশ পিছিয়ে দিতে চেয়েছিলেন, আপনারা স্বাধীন দেশ চাননি। আর যারা ২৪এর হারুনের টেবিলে ভাত খেয়েছে আন্দোলন শেষ করে দিয়েছিলেন। তখনই তারেক রহমান নিদের্শে বিএনপি সর্বস্তরের নেতা-কর্মীরা মাঠে নেমে শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে।

নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন ও সদস্য সচিব মাহবুব হাসান জুলহাসের যৌথ সঞ্চালনায় কর্মীসভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ চৌধুরী ফয়সাল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামালউদ্দিন মীর্জা জনি। 

এদিকে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত ৮টি ওয়ার্ড ও দুটি ইউনিয়নের কর্মীসভাকে সফল করতে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে কর্মীসভায় অংশগ্রহণ করেন। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কর্মীসভা শেষে ৮ ওয়ার্ড ও ২টি ইউনিয়নের কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।