রোববার, ১৩ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যুবলীগনেতার দখলে থাকা মসজিদের জমি উদ্ধার করল এলাকাবাসী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৪৭, ১২ জুলাই ২০২৫

যুবলীগনেতার দখলে থাকা মসজিদের জমি উদ্ধার করল এলাকাবাসী

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৩৪ বছর ধরে দখলে থাকা দুই মসজিদের ওয়াকফকৃত জমি পুনরুদ্ধার করেছে এলাকাবাসী।

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বাড়িয়াছনি ও বাঘের আগা জামে মসজিদের নামে ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করা হয়।

গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখেছিল স্থানীয় আওয়ামী যুবলীগনেতা মানিক মিয়া ও তার পরিবারের সদস্যরা। এদিন দুপুরে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে জমিটি উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও স্থানীয়রা। তবে জমির দখলদার মানিক মিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা চলমান রয়েছে এবং জমির পজিশন সংক্রান্ত বিষয়ে বিরোধ রয়েছে।

বাঘের আগা জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের গ্রামের দুটি মসজিদের নামে ওয়াকফ করা জমি একটি পরিবার দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলে রেখেছিল। এখন আমরা এলাকাবাসী একত্রিত হয়ে নিজেদের জমি উদ্ধার করেছি। এতে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা উপকৃত হবেন।