মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ২৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জের মাটি, বিএনপির ঘাটি: দিপু ভূঁইয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:৩০, ১৫ জুলাই ২০২৫

রূপগঞ্জের মাটি, বিএনপির ঘাটি: দিপু ভূঁইয়া

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ  জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, ১৭ বছর সংগ্রামের পর বাংলাদেশে স্বাধীনতা ফিরে এসেছে। এখন সময় এসেছে তারুণ্যের প্রথম ভোট যেন পড়ে ধানের শীষে। কারণ ধানের শীষের মধ্যেই এই দেশের ভবিষ্যৎ এবং গণতন্ত্রের মুক্তির পথ নিহিত রয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকালে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তার বক্তব্য ঘিরে উপস্থিত অজস্র নেতাকর্মীর মাঝে নতুন উদ্দীপনার সঞ্চার হয়।

দিপু ভূঁইয়া বলেন, তারেক রহমান বাংলাদেশের সম্পদ। তিনি শুধু বিএনপির নেতা নন, বরং সারা বাংলাদেশের নেতৃত্ব দেন। তারেক রহমান সম্পর্কে কিছু বললে শুধু বিএনপির কর্মীরা নয়, এই দেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে আঘাত লাগে। কারণ তিনি আজ দেশের মানুষের আশার প্রতীক। তিনি আমার নেতা, আমার গর্বের নেতা। তাই সাবধান হয়ে যান। তারেক রহমানকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলবেন না। বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না।

বিগত ১৭ বছরের দুঃসহ ইতিহাস স্মরণ করে দিপু ভূঁইয়া বলেন, এই দীর্ঘ স্বৈরাচারী শাসনের সময়েও বিএনপিকে দমাতে পারেনি ফ্যাসিস্ট সরকার। এখন যদি কেউ ভাবেন বিএনপিকে নিশ্চিহ্ন করবেন, তাহলে তারা দিবাস্বপ্ন দেখছেন। এই দল হাজারো, লাখো মানুষের প্রাণের স্পন্দন, এই দলের শিকড় মাটির অনেক গভীরে।

রূপগঞ্জের রাজনৈতিক সংগ্রামের স্মৃতি টেনে তিনি বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে রূপগঞ্জে যত আন্দোলন হয়েছে, সবখানেই আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের দুঃখ-কষ্টে ছিলাম, ইনশাআল্লাহ সুদিনেও আপনাদের পাশেই থাকবো।

এ সময় উপস্থিত হাজারো নেতাকর্মী স্লোগানে মুখর হয়ে ওঠেন—“রূপগঞ্জের মাটি, দিপু ভূঁইয়ার ঘাটি। রূপগঞ্জের মাটি, বিএনপির ঘাটি।”

তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি আস্থা জানিয়ে দিপু ভূঁইয়া বলেন, আপনারা কেউ হতাশ হবেন না। আমাদের নেতা তারেক রহমান অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের দলকে নেতৃত্ব দিবেন। সেই দিন আর বেশি দূরে নয়।

দীপু ভূঁইয়ার দৃঢ় বক্তব্য, আগামীর বাংলাদেশে তরুণদের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা অব্যাহত রাখবে। আর সেই পথের প্রতিটি পদক্ষেপে থাকবে তারুণ্যের শক্তি, জনতার সমর্থন এবং অটল আস্থা।