শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইচ্ছে করে জুলাই বিপ্লবের ওয়াসিমের নাম সামনে আসতে দেয় না : রেজা রিপন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:৪০, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৮:২৮, ১৭ জুলাই ২০২৫

ইচ্ছে করে জুলাই বিপ্লবের ওয়াসিমের নাম সামনে আসতে দেয় না : রেজা রিপন

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, জুলাই বিপ্লবের ছাত্রদলের ওয়াসিমের নাম পাশে ছাত্রদল থাকায় অনেকে নেয়না। একদফা কী আকাশ থেকে পড়লো নাকি। এর মাস্টারমাইন্ড তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য ছাত্রদলের মিলাদ ও স্মরণ সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, একদফা ও কোটা বিরোধী আন্দোলন দুটো দুই বিষয়। যখন কোটা বিরোধী আন্দোলনের ডাক দেয় তখন আপামর জনগণ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। পরবর্তীতে আন্দোলন স্তিমিত হয়ে পড়লে ছাত্রদল তারেক রহমানের নির্দেশে এই আন্দোলন পুনরায় সংগঠিত হয়।

আজ বিপ্লবে আহতদের দেখতে কষ্ট লাগে৷ তারা চিকিৎসার অভাবে কাতরাচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আন্দোলন করেছে ছাত্ররা। নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তারা কী দল করেছে। তারা পড়ার টেবিলে ফিরে গেছে। ২৪ এর আন্দোলনে নিহত ও শহীদদের কতজনের পুনর্বাসন হয়েছে?

তিনি বলেন, ছাত্রদলের ওয়াসিমের নাম ইচ্ছে করে জুলাই বিপ্লবের ওয়াসিমের নাম সামনে আসতে দেয় না। কারণ ছাত্রদলের নাম বের হয়ে যাবে।