বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শহিদদের স্মরণে ‘জুলাই শিখা’ প্রজ্বালন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪১, ১৭ জুলাই ২০২৫

শহিদদের স্মরণে ‘জুলাই শিখা’ প্রজ্বালন

ফাইল ছবি

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ‘জুলাই শিখা’ প্রজ্বালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহি মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফারহানা মানিক মুনা এবং সঞ্চালনা করেন জেলা অর্থ সম্পাদক শাহিন মৃধা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি সৌরভ সেন, সদস্য রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা, মৌমিতা নূর, শেখ সাদি, মাহাদি হাসান, স্বপ্নীল শোভনসহ আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন আঞ্চলিক শাখার নেতাকর্মীরা।

পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন তাকবির হোসেন (বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড), শহিদুল শিশির (নিষিদ্ধ ব্যান্ড) এবং অভিজিৎ দাস (নাইট্রেইন ব্যান্ড)।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা সদস্য আওলাদ হোসেন, রাইসুল রাব্বি ও শুভ দেব প্রমুখ।