
ফাইল ছবি
বন্দরে মাদকের বিরোদ্ধে প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (৪২)কে কুপিয়ে জখম করার মামলার এজাহারভূক্ত আসামী ইমন (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হামলাকারি ইমন বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার পিয়ার হোসেন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বুধবার (২ জুলাই) রাতে বন্দর থানার নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে,বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি মামুন। ওই সময় রাস্তায় প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহৃিত মাদক ব্যবসায়ী সুজন,বিকি,নাজিমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় আব্দুল্লাহ আল মামুন উল্লেখিত মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা নিষেধ করায় ওই মাদক ব্যবসায়ী সুজনসহ তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।