
ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার বলেছেন, তারেক রহমান বানের জলে ভেসে আসেননি। তারেক রহমানের বাবা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে৷ এই ঘোষণার মাধ্যমে আমরা একটি রাষ্ট্র ও একটি পতাকা পেয়েছি।
বুধবার (১৬ জুলাই) ফতুল্লায় থানা বিএনপির একটি কর্মসূচিতে একথা বলেন তিনি।
তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার সাহস আপনারা দেখিয়েছেন। এটি আগামী দিনের রাজনীতির জন্য অশনি সংকেত। পাঁচ আগষ্টের পর তারেক রহমান এদেশের মানুষকে শান্ত থাকতে বলেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের যেমনি শাসন করে রাষ্ট্রকে সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সরকারকে সহযোগীতা করেছেন। তারেক রহমানের উদারতাকে দুর্বলতা ভেবে তারা কুরুচিপূর্ণ মন্তব্য করছে।
তিনি আরও বলেন, পাঁচ আগষ্টের পর এনসিপি, বট বাহিনী ও হাতপাখার লোকের বিএনপির বিরুদ্ধে মব সৃষ্টি করে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে ফতুল্লার অন্যতম জনপ্রিয় নেতা রিয়াদ চৌধুরীকে মিডিয়া ট্রায়াল করে বহিষ্কার করা হয়েছে।