
জামায়াতে ইসলামীর গণসংযোগ
আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার ১৫ জুলাই মঙলবার বাদ আসর ফতুল্লা কাশীপুর, আমবাগান, বাংলাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগে তিনি স্থানীয় ভোটারদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের কাছে আগামী নির্বাচনে যোগ্যা প্রার্থীকে বিজয়ী করার প্রত্যাশা করেন।
গণসংযোগকালে মাওলানা আব্দুল জব্বার ভোটারদের কাছে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
তিনি আরো বলেন, "আমরা একটি শোষণমুক্ত এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলের অধিকার সুরক্ষিত থাকবে। সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আমরা বদ্ধপরিকর।"
এছাড়া ও মাওলানা আবদুল জব্বারের গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাকে ঘিরে উৎসাহ দেখা যায়। গণসংযোগের সময় তিনি বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে পথসভা করেন এবং এলাকাবাসীর সমস্যার কথা মনোযোগী হয়ে শোনেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, "আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। নির্বাচিত হলে নারায়ণগঞ্জের উন্নয়নে এবং এলাকার মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।"
এসময় নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন সদর পশ্চিম থানা আমীর এড. আক্তার হোসাইন, থানা সেক্রেটারি মো সাইদুর রহমান , থানা সহকারী সেক্রেটারী মো বশির মোল্লা, শ্রমিক কল্যান ফেডারেশন থানা সভাপতি মো গোলাম ফারুক, ১৭ নং ওয়ার্ড সভাপতি খালিদ জাকারিয়া সহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।